নভেম্বার ২৮, ২০২৪ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারের পর বিশৃঙ্খলার পেছনে দেশের ভেতরে-বাইরে ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Views: 596
  • Share:
নভেম্বার ২৭, ২০২৪ ১১:১৬ Asia/Dhaka

নিজস্ব প্রতিনিধিঃ সিলেট সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে সাংবা‌দিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে সাংবা‌দিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির পেছনে দেশের ভেতরে-বাইরে থেকে ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতির পেছনে দেশের বাইরের এবং দেশের ভেতরের দু-একটি পার্টি আছে, তাদের ইন্ধন থাকত পারে। এ ছাড়া যাদের ব্যান (নিষিদ্ধ) করা হয়েছে, তাদের থেকেও হয়তো কিছুটা ইন্ধন আছে।

সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে আয়োজিত জেলার প্রশাসনিক ও বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি–সম্পর্কিত মতবিনিময় সভা শেষে জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সিলেট রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, মহানগর পুলিশ কমিশনার, জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকায় শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবকিছুর পেছনে ইন্ধন বিষয়টি তিনি বলতে চাচ্ছেন না। ওই পরিস্থিতি নিয়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। সেটার ফলপ্রসূ সমাধান হয়েছে। তিনি বলেন, ‘ছাত্র-জনতা আমাদেরই ভাই, ছেলে, মেয়ে ও স্বজন। তাদের প্রতি খুব একটা কঠোর হওয়া যাবে না। তাদের বোঝাতে হবে। তারা খুবই বুদ্ধিমান। এ জন্য তারা আজ বুঝতে পেরেছে এবং নিজেরা নিজেদের মধ্যেই বিষয়টি সমাধান করেছে।’

প্রতিহিংসামূলক মামলা নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এটা শতভাগ সত্য কথা, অনেক ভুয়া মামলা হয়েছে। ভুয়া মামলা দিয়ে অনেকে টাকাপয়সা রোজগারও করেছেন। কিন্তু ভুয়া মামলায় নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাঁরা ভুয়া মামলা দিচ্ছেন, তাঁদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও লিগ্যাল এইড কর্মকর্তা নিয়ে একটি কমিটি গঠন করা হবে। তাঁরা এটা দেখবেন। মামলাগুলোর মধ্যে কোনটা গ্রহণযোগ্য, কোনটা অগ্রহণযোগ্য, সেটি দেখা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে উপদেষ্টা বলেন, এখনো লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হয়নি। তাই উদ্ধার অভিযান এখনো বন্ধ হয়নি। অস্ত্রগুলো বাইরে থাকলে কিছুটা হুমকি থাকে। ৮ আগস্ট–পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, গত ৬, ৭ ও ৮ আগস্টের চেয়ে এখন দেশের আইনশৃঙ্খলার অবস্থা অনেক উন্নত হয়েছে। আরও উন্নতি হওয়ার অবকাশ আছে। এ জন্য সবার সহযোগিতা দরকার।

user
user
Ad
Ad