নভেম্বার ২৮, ২০২৪ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

জুড়িতে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়নে তথ্য প্রযুক্তির গুরুত্ব ও প্রয়োগ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Views: 3668
  • Share:
নভেম্বার ৯, ২০২৪ ১২:৪১ Asia/Dhaka

নিজস্ব প্রতিবেদক:: উন্নত, সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল শিক্ষা সবার আগে, এই প্রত্যয়কে সামনে রেখে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটালাইজড করার লক্ষ্যে "শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়নে তথ্য প্রযুক্তির গুরুত্ব ও প্রয়োগ" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ খ্রি. উপজেলার ঐতিহ্যবাহী মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দেশের অন্যতম সফট্ওয়্যার সেবাদানকারী প্রতিষ্ঠান এমএসথ্রি টেকনোলজি বিডি প্রা. লি. এর আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, আইসিটি এ্যাম্বাসেডরসহ বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসা শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ শিক্ষক সমিতি জুড়ি উপজেলা শাখার আহবায়ক ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইসহাক আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন এমএসথ্রি টেকনোলজি বিডি লি. এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক, তথ্যপ্রযুক্তিবিদ ও লেখক মো. ইয়াহইয়া। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিলুয়া স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ জনাব তাজুর রহমান, কচুরগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কামাল হোসেন, জীবন জ্যোতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদুর রহমান, মুক্তিযোদ্ধা এলবিনটিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর সেলিম, হাজি মনোহর আলী এম সাইফুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল হক, সাগরনাল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক পরে ফোন সনজিৎ কুমার মন্ডল, জাঙ্গিরাই মাদরাসার শিক্ষক মাসুদুর রহমান, জুড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও আইসিটি এ্যামবাসেডর মো. সুমন, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও আইসিটি এ্যামবাসেডর সেলিম আহমদ প্রমুখ। 

জানতে চাইলে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইসহাক আলী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ডিজিটালাইজেশন এখন সময়ের দাবী। বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে আমরা সেখানে পিছিয়ে থাকতে পারি না। তিনি আরও আশা করেন শীঘ্রই জুড়ি ইপজেলার শতভাগ শিক্ষাপতিষ্ঠান ডিজিটালাইজড হবে। 

‘ডিজিটাল বাংলাদেশ’  বিনির্মাণে ডিজিটাল শিক্ষা সবার আগে উল্লেখ করে কচুরগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কামাল হোসেন বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় আধুনিকায়নে ডিজিটালাইলেশনের বিকল্প নেই। কেননা এতে কাজের গতি বাড়ে ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা হয় সুশৃঙ্খল, নিভুল ও গতিময়। তিনি আরো বলেন, একজন শিক্ষক প্রযুক্তি উদ্যোক্তার হাত ধরে অত্যন্ত কম মূল্যে এবং নির্ভরশীল সেবা পাওয়ায় আমি বর্ণমালা সফটওয়্যার ব্যবহার করছি।

প্রসঙ্গত, এমএসথ্রি টেকনোলজি বিডি প্রা. লি. এর দেশের অন্যতম সফট্ওয়্যার সেবাদানকারী প্রতিষ্ঠান হিসাবে সবধরনের সফটওয়্যার ও আইটি সেবা দিয়ে আসছে ৮ বছর থেকে। বিশেষত কোম্পানীর সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্যাইজড শিক্ষাপ্রতিষ্ঠান ম্যানেজমেন্ট সফটওয়্যার বর্ণমালা এখন সিলেট ডিভিশনসহ সারাদেশে বেশ জনপ্রিয়। বর্ণমালা ওয়েব ব্যাইজড সফট্ওয়্যার/ডায়নামিক ওয়েব এ্যাপ্লিকেশন, যা শিক্ষামন্ত্রনালয়ের নির্দেশনানুযায়ী তৈরি, প্রতিষ্ঠান ব্যবস্থাপনা অত্যন্ত সহজ, নিখুত ও ডিজিটালাইজড করে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখে। 

বর্ণমালা অটোমেশন সফটওয়্যার ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম যেমন পরীক্ষা ও ফলাফল ব্যবস্থপনা, শিক্ষার্থীর ভর্তি, আর্থিক ব্যবস্থপনাসহ সকল ধরনের কাজ অত্যন্ত নিখুত ও নির্ভুলভাবে করা যায়। প্রায় চার শতাধিক প্রতিষ্ঠানের এখন বর্ণমালা সফটওয়্যার একটিভ রয়েছে। স্বল্প খরচে ও মান সম্মত সেবা নিশ্চিত করায় প্রতিষ্ঠানটির জনপ্রিয়তা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে।

user
user
Ad
Ad