জয় দিয়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু বাংলাদেশের
নিউজ ডেস্কঃ অধিনায়কের দায়িত্বটাই পালন করেছেন আকবর আলী। সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন তিনি। ওমানে শুরু হওয়া ইমার্জিং টি-টোয়েন্টি এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে তার ৪৫ রানের সৌজন্যে হংকংয়ের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই হয় বাংলাদেশের। ওপেনিং জুটিতে ৩২ রান এনে দেন দুই ওপেনার জিশান আলম ও পারভেজ হোসেন ইমন। তবে ৬ রানের ব্যবধানে ২ উইকেট হারালে চাপে পড়ে বাংলাদেশ। এ সময় জিশানের ১১ রানের বিপরীতে ৫ রানে আউট হন সাইফ।
দলীয় ৫৫ রানে ওপেনার ইমন ব্যক্তিগত ২৮ রানে ড্রেসিংরুমের পথ ধরলে চাপটা আরও বাড়ে।
তবে চতুর্থ উইকেটে ৫৪ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে নেন তাওহিদ হৃদয় ও আকবর। আর তাতেই যেন জয়ের কাজটা প্রায় সেরে যায়। জাতীয় দলের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিপক্ষে ফিফটি হাঁকানো হৃদয় ২৯ রানে ফিরলে তাদের জুটিটা ভেঙে যায়।
পরে শামীম হোসেন পাটোয়ারীকে নিয়ে জয়ের বন্দরে ছুটতে থাকেন অধিনায়ক আকবর। তবে দল যখন জয় থেকে ২২ রান দূরত্বে তখন রণে ভঙ্গ দেন অধিনায়ক।
তাতে অবশ্য ১০ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পেতে বাংলাদেশের সমস্যা হয়নি। আকবরের ২৪ বলে ৪৫ রানের ইনিংসটিই ম্যাচ জয়ের মূল ভিত্তি। ৩ ছক্কা ও ৪ চারে ইনিংসটি সাজিয়েছেন ১৮৭.৫০ স্ট্রাইকরেটে।
১৫ বলে ১৯ রান করে জয়ের বাকি কাজটুকু সারেন শামীম। তার সঙ্গে জয় নিয়ে মাঠ ছাড়েন ৮ রানে অপরাজিত থাকা রাব্বি।
এর আগে ওমানের আল আমিরাত ক্রিকেট গ্র্যাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাবর হায়াতের ৮৫ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৫০ রানের সংগ্রহ পায় হংকং। প্রতিপক্ষকে অল্পতেই আটকানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। রিপন মণ্ডলের দুর্দান্ত পেসের সামনে ৯ রানে ২ উইকেট হারিয়েছিল হংকং। পরে নিযাকাত খানকে সঙ্গী করে শুরুর ধাক্কা সামলে নেন বাবর। তৃতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়েন দুজনে।
ব্যক্তিগত ২৫ রানে হংকংয়ের অধিনায়ক নিযাকাতকে বোল্ড করে বাংলাদেশকে মোমেন্টাম এনে দেন মাহফুজুর রহমান রাব্বি। এরপর নিয়মিত বিরতিতে হংকং উইকেট হারালেও এক প্রান্ত আগলে রাখেন বাবর। শুধু আগলেই রাখেননি, রানের চাকাও সচল রাখেন ৩২ বছর বয়সী ব্যাটার। একাই ৮৫ রানের ইনিংস খেলে দলকে ১৫০ রান এনে দেন তিনি। ইনিংসটি সাজান ১৩৯.৩৪ স্ট্রাইকরেটে ৭ ছয় ও ২ চারে। বাংলাদেশ ৫ উইকেটের জয় পাওয়ায় শেষ পর্যন্ত তার দুর্দান্ত ইনিংসটি মেলান হয়ে যায়। বাংলাদেশের হয়ে ২৪ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার পেসার রিপন।
- হিন্দু-মুসলিম নিয়ে কোনো ধরনের খেলা খেলবেন না, হুঁশিয়ারি ছাত্র আন্দোলনের
- চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারের পর বিশৃঙ্খলার পেছনে দেশের ভেতরে-বাইরে ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা দিলেন নেতানিয়াহু
- রাতে শাবি শিক্ষার্থীদের বি ক্ষো ভ মিছিল
- চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী নিহত, আদালত বর্জনের ঘোষণা
- আমরা চাই না ছাত্রদের কঠোর হয়ে দমন করতে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- হবিগঞ্জে নিজ ঘরে কিশোরের গলা কাটা লাশ
- সেনাবাহিনী থেকে ট্রান্সজেন্ডার সেনাদের বাদ দেয়ার সিদ্ধান্ত ট্রাম্পের
- প্রথম আলোর সামনে আজও আন্দোলনকারীদের অবস্থান
- ঘুষকাণ্ডে গণধোলাই খাওয়া শিক্ষা মন্ত্রণালয়ের সেই কর্মকর্তার হত্যার হুমকি ।
- চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী নিহত, আদালত বর্জনের ঘোষণা
- ঘুষকাণ্ডে গণধোলাই খাওয়া শিক্ষা মন্ত্রণালয়ের সেই কর্মকর্তার হত্যার হুমকি ।
- দুই দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি চূড়ান্ত হবে : সারজিস-হাসনাত
- ব্যারিস্টার সুমন কি গ্রে প্তা র?
- সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য মানিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর
- যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীরা কী ভোট দিতে পারেন
- কুলাউড়ার ৭০ শিক্ষকের ৪৩ লাখ টাকা বেতন-ভাতা আটকে আছে
- প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর চতুর্থ দফার সংলাপ শুরু
- দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ৭ ইহুদিবাদী সেনা নিহত: সূত্র
- বিমানবন্দর থেকে শমসের মবিনকে ফেরত