নভেম্বার ২৯, ২০২৪ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

সিলেট এমসি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান

অবসরপ্রাপ্ত অধ্যাপক বীরেশ চন্দ্র চক্রবর্তী স্যারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

  • Views: 957
  • Share:
ফেব্রুয়ারী ৯, ২০২২ ২১:৪৫ Asia/Dhaka

নিজস্ব প্রতিবেদক :: সিলেট এমসি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান জনপ্রিয় শিক্ষক অধ্যাপক বীরেশ চন্দ্র চক্রবর্তী স্যারের অন্ত্যেষ্টিক্রিয়া  তাঁহার নিজ বাসভবনে সম্পন্ন হয়েছে। আজ ৯ ফেব্রুয়ারি ২০২২ বুধবার স্যারের স্মরণে শ্রাদ্ধানুষ্ঠানে এলাকার গণ্যমান্য বিভিন্ন ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন প্রাতঃভ্রমণ এর সকল সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই বিশিষ্ট ছড়াকার ফরিদুল হক (সিলেট টিটি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক) বীরেশ স্যারকে নিয়ে চমৎকার স্মৃতিচারণমূলক একটি ছড়া নিজে লিখেন এবং সবার সামনে ছড়াটি আবৃত্তি করে শোনান। পরে উক্ত ক্লাবের সকল সদস্যবৃন্দ স্যারকে নিয়ে স্মৃতিচারণ মূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন স্যারের কাছ থেকে আমরা শিখেছি দায়িত্বশীলতার কঠিন মানদন্ড । স্যার প্রতিদিন দুগ্ধ খামারে যে গুরুদায়িত্ব পালন করতেন তা ইতিহাসে বিরল। ঝড়-বৃষ্টি যে কোন দুর্যোগে স্যার সবার আগে থাকতেন। 

বক্তারা আরো বলেন স্যার দীর্ঘ ১২ বছর আমাদের ক্লাবের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে যোগ দিয়েছেন। স্যার কে হারিয়ে আমরা বাকরুদ্ধ। স্যারের কাজটি এখন কে করবে তা নিয়ে আমরা চিন্তিত। 

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের জিএম আব্দুল হাসিব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুজিবুর রহমান,  সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জব্বার স্যার, বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট ইশতিয়াক হোসেন মঞ্জু, শিক্ষা বোর্ডের সাবেক কন্ট্রোলার ও বর্তমানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার মনির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু দে, আনন্দ গোপ, গোয়াইনঘাট সরকারি কলেজের প্রভাষক মাসুদুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা গোলাম রসুল, কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরীয়ান সোহরাব হোসেন,  ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র প্রভাষক ও জালালাবাদ ২৪.কমের উপসম্পাদক জনাব শহিদুল ইসলাম, বাংলাদেশ বেতারের কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ। 

এরপূর্বে প্রাতঃভ্রমণের সকল সদস্য বৃন্দ উপস্থিত হলে সবাইকে সাদরে গ্রহণ করেন এবং আপ্যায়ন করান উনার সুযোগ্য পুত্র ডাক্তার বিশ্বজিৎ চক্রবর্তী, কন্যা নীলাঞ্জনা চক্রবর্তী ও পুত্রবধূ অনামিকা চৌধুরী।

user
user
Ad
Ad