মার্চ ১৪, ২০২৫ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

কাজে দুর্বল ১০ হাজার কর্মীকে শনাক্ত করতে যাচ্ছে গুগল

  • Views: 762
  • Share:
নভেম্বার ১৮, ২০২২ ১৯:০৮ Asia/Dhaka

আন্তর্জাতিক ডেস্ক :: কর্মক্ষেত্রে কাজে দুর্বল—এমন প্রায় ১০ হাজার কর্মীকে শনাক্ত করার নির্দেশ দিয়েছে গুগল। গত মে মাসে কর্মীদের সক্ষমতা যাচাইয়ে নতুন ব্যবস্থা সামনে এনেছে প্রতিষ্ঠানটি। সেখানেই গুগলের ব্যবস্থাপকদের এ নির্দেশ দেওয়া হয়।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়, নতুন ব্যবস্থায় গুগলের ৬ শতাংশ বা প্রায় ১০ হাজার কর্মীকে কাজেকর্মে দুর্বল হিসেবে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগের সক্ষমতা যাচাই ব্যবস্থায় কাজে দুর্বল এমন ২ শতাংশ কর্মীকে চিহ্নিত করতে বলা হয়েছিল।

এদিকে গুগলের কর্মীদের মধ্যে যাঁরা কর্মদক্ষতায় এগিয়ে রয়েছেন, তাঁদের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে নতুন ব্যবস্থায়। দুর্বল কর্মীদের শতকরা হার যেমন বাড়ানো হয়েছে, উল্টোটা করা হয়েছে এগিয়ে থাকা কর্মীদের ক্ষেত্রে। অর্থাৎ তাঁদের শতকরা হার কমানো হয়েছে।

খবরে বলা হয়, আগামী বছরের শুরুর দিকে দুর্বল কর্মীদের আলাদা করতে নতুন ব্যবস্থা গুগল ব্যবস্থাপকদের সহায়তা করবে। কর্মীদের বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে এটি কাজে লাগাতে পারবেন তাঁরা।

বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক সংকটের ঝাপটা এসেছে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর ওপরও। অনেক প্রতিষ্ঠানই হেঁটেছে কর্মী ছাঁটাইয়ের পথে। তবে এখনো কর্মীদের চাকরিচ্যুত করার মতো কোনো পদক্ষেপ নেয়নি গুগল।

চলতি মাসের শুরুর দিকে ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। ফেসবুকের পরিকল্পনা বিষয়ে জ্ঞাত লোকজন জানান, ফেসবুকের পরিচালনা ব্যয় কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর গত মাসে প্রতিষ্ঠানটির ৩ হাজার ৭০০ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা আসে।

user
user
Ad
Ad