মাউশি ডিজির সাথে বৈঠক, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

টিবিসি ডেস্ক:: মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে এই ঘোষণা দেওয়া হয়।
এর আগে এদিন বিকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন শিক্ষক নেতারা। বৈঠকে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন তারা।
মাউশি ডিজির সাথে বৈঠক শেষে বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওসার আহমেদ বলেন, মাউশি ডিজির কাছে আমরা আমাদের দাবি তুলে ধরেছি। মাউশি ডিজিসহ অন্যান্য কর্মকর্তারা গুরুত্ব দিয়ে আমাদের কথা শুনেছেন। তারা আমাদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দিয়েছেন।
তিনি আরও বলেন, আমরা ক্লাস বন্ধ করতে চাই না। আমরা ক্লাসে তালা দেওয়ার আগে আমাদের দাবি নিয়ে প্রেসক্লাবে এসেছি। আমরা শিক্ষা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। তবে আমাদের কথা কেউ শোনেনি। সেজন্য আমরা বাধ্য হয়ে ক্লাস বন্ধ করে আন্দোলনে এসেছি। জাতীয়করণের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। আমরা প্রেসক্লাব ছেড়ে যাব না।
সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাব। রাস্তায় যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেজন্য আমরা রাস্তার দুই পাশে অবস্থান নেব। তবে জায়গার সংকট না হলে শিক্ষক নেতারা পুলিশের সাথে কথা বলে বসার জায়গা নির্ধারণ করবেন।
তিনি আরও বলেন, আপনারা কোনো ধরনের গুজবে কান দেবেন না।
এর আগে সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে অধিদপ্তরের পরিচালকের (কলেজ ও প্রশাসন) দপ্তরে এ সভা শুরু হয়। সভায় অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, মাধ্যমিক ও কলেজ শাখা পরিচালক, একজন উপপরিচালক ও পুলিশের কয়েকজন সদস্য অংশ নিয়েছেন।
জানা গেছে, বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) পাঁচ নেতার সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলের সদস্যরা অধিদপ্তরে সভায় অংশ নিয়েছেন। সভা চলমান রয়েছে। পাঁচ নেতার সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলের মধ্যে আছেন, সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সংগঠনটির ঝিনাইদহ জেলার সভাপতি মহিউদ্দিন ও রংপুরের সভাপতি মোহাম্মদ আলী।



- একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে: আমীর খসরু
- আওয়ামী লীগকে কোনো দিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না: উপদেষ্টা মাহফুজ
- এমএসথ্রি টেকনোলজি বিডির চেয়ারম্যান ইয়াহইয়া'র ঈদ শুভেচ্ছা
- মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে
- দেশে বড় ধরনের ভূমিকম্প হতে পারে, যে সতর্কবার্তা জারি করল ফায়ার সার্ভিস
- অবশেষে ইউক্রেন কি মার্কিন উপনিবেশে পরিণত হচ্ছে?
- হাসনাত আবদুল্লাহর বক্তব্যে ‘কিছুটা দ্বিমত’ জানিয়ে সারজিসের পোস্ট
- দ্বিতীয় জাহাজ পাঠানো ওয়াশিংটনের পরাজয়েরই স্বীকারোক্তি: আনসারুল্লাহ মহাসচিব
- এবার শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলা; খাওয়ার জন্য পাতা কুড়াচ্ছে ফিলিস্তিনি শিশুরা
- মোবাইল কেড়ে নেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা করল মাদরাসা পড়ুয়া ছেলে

- ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ এর প্রথমার্ধে নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা
- গাজায় স্কুল ও আবাসিক ভবনে ইসরায়েলের নির্বিচার হামলা
- টানা তিন শূন্যের পর হেডের ব্যাটে এবার ১০০
- নতুন সুযোগে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই: মির্জা ফখরুল
- চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী নিহত, আদালত বর্জনের ঘোষণা
- ঘুষকাণ্ডে গণধোলাই খাওয়া শিক্ষা মন্ত্রণালয়ের সেই কর্মকর্তার হত্যার হুমকি ।
- দুই দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি চূড়ান্ত হবে : সারজিস-হাসনাত
- ব্যারিস্টার সুমন কি গ্রে প্তা র?
- সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য মানিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর
- যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীরা কী ভোট দিতে পারেন